সড়ক দুর্ঘটনায় রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত

রাজশাহী
নিহত শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম
এখন জনপদে
0

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম (২৪) রাবির ইংরেজি বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করছিলেন। তার পিতার নাম ইমান আলী। তার বাড়ি ঢাকার নিউমার্কেট এলাকায়।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ইফতেখারুল ইসলামকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত ইফতেখারুলের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আমরা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা রামেক হাসপাতালে রয়েছি।’

ইএ