বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী শাখার আয়োজনে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

রাজশাহী
নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান
এখন জনপদে
0

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর পালকি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্যে মালিক সমিতির নবনির্বাচিত সদস্যরা বলেন, ‘রাজশাহীতে যত রেস্তোরাঁ আছে সবগুলোর মালিকের সঙ্গে আমরা নেটওয়ার্ক গড়ে তুলবো। যাতে যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশাপাশি থাকতে পারি।’ নতুন ব্যবসায়ীরা যাতে সহযোগিতা পায় সেদিকেও তারা নজর দিবেন বলে জানান। খাবারের গুণগত মান ঠিক রেখে, ভোক্তাদের সাধ্যের দাম রেখে খাবার বিক্রির প্রতিশ্রুতিও দেন তারা।

আরও পড়ুন:

এর আগে সমিতির সাধারণ সভায় ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে রিয়াজ আহমেদ খান সভাপতি ও মাসুদুর রহমান রিংকু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৪৯ জন সদস্যের কার্য নির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি এস এম শিহাব উদ্দিন, মাহাবুব আলম, হাজী আব্দুল গাফ্ফার, সেলিম রেজা, আইনুল হক, আরিফুল ইসলাম, আফজাল হোসেন ও গোলাপ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোরশেদ জামান শাকিল, সহ -সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ খান ও আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আসাদুর জামান জুয়েল, সহ-কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব ও সহ প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া।

অন্যান্য নেতৃবৃন্দ হলেন, দপ্তর সম্পাদক আবু সাইদ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক ইসরার আহম্মদ ডলার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোনিয়া খাতুন, সহ-তথ্য সম্পাদক ফয়সাল বিন মাহাবুব, ক্রীড়া সম্পাদক আবু মোঃ মঞ্জুর হোসেন (অলিভ), সহ-ক্রীড়া সম্পাদক সদরুল আমিন মিলন, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন এবং কার্যনির্বাহী সদস্য আহম্মেদ মুক্কি, শেখ সাদী খান, আনিসুর রহমান শাকিল, ফয়সাল আমিন, জহিরুল ইসলাম লিটন, মনোয়ার হোসেন মনু, ইমতিয়াজ জামিল দিপন, খায়রুল হাসানুজ্জামান তারেক, মোস্তাফা, মনিরুল ইসলাম মনির ও তাসকিনা রহমান।

এসময় রাজশাহী জেলা শাখার রেস্তোরার উপদেষ্টাসহ, শতাধিক মালিক উপস্থিত ছিলেন।

ইএ