জানাজা শেষে ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতা কমিটির আহ্বায়ক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
এসময় ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতা কমিটির আহ্বায়ক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম বলেন, ‘আমাদের প্রিয় আলেমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।’
আরও পড়ুন:
এর আগে, সকালে ভোলা শহরে এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ। তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, গতকাল (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাতে এশারের নামাজ পরে নিজ ঘরে ফেরার পর দুর্বৃত্তদের হাতে নিহন হন আমিনুল হক নোমানী। ধর্মীয় অঙ্গনে পরিচিত এ আলেম ছিলেন ভোলার সদর উপজেলা জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।