ধলাই নদীর ঢলে কুরমা চা বাগান এলাকায় শতাধিক ঘরবাড়ি প্লাবিত

মৌলভীবাজার
ঘরবাড়ি প্লাবিত
এখন জনপদে
0

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগানে ভারত থেকে নেমে আসা ধলাই নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়ে শতাধিক বাড়ি-ঘর প্লাবিত ও বেশ কিছু বাড়িঘর ধসে পড়েছে। এতে লোকজন অসহায় হয়ে পড়েছেন। গতকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) ভোরে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়।

অনেক মানুষ ঘুমের মধ্যে থাকায় কিছু বুঝে ওঠার আগেই তাদের বাড়িঘরে পানি উঠে যায়। বাগানের বেশিরভাগ ঘরই মাটি দিয়ে তৈরি থাকায় পানি উঠে যাওয়ার পর তা ধসে যায়। অনেকে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেকের ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। এভাবে গত বছরও পানি উঠে ঘরবাড়িসহ মূল্যবান জিনিষপত্র নষ্ট হয়। তবে দুপুরের দিকে নদীর পানি কমে যাওয়ায় বন্যার পানিও কমতে থাকে। কিন্তু কয়েক ঘণ্টার বন্যায় ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে।’

ভুক্তভোগীরা জানান, তাদের অনেকেরই বাগানে কাজ নেই, এক ঘরে আট থেকে দশজন বসবাস করেন। তাদের ঘরটি ভেঙ্গে পড়ায় খুবই অসহায় হয়ে পড়েছেন।

আরও পড়ুন:

তারা জানান, গত বছরও বন্যায় তাদের ঘরবাড়ি ভেঙ্গে গেলেও সরকারি কোনো সহযোগিতা পান না। বাগানের মানুষ হওয়াতে অনেকেই সহযোগিতা করেন না। কিছু কিছু মানুষ ব্যক্তি উদ্যোগে কিছু খাদ্য সহযোগিতা করলেও কোনো কাজে আসে না।

বাগান পঞ্চায়েতের সভাপতি নারোদ পাশি বলেন, ‘বাগানের প্রায় দুই শতাধিক ঘরবাড়িতে পানি উঠে নষ্ট হয়ে গিয়েছে।’

তবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএস