ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া
সর্বদলীয় ঐক্যপরিষদের সড়ক অবরোধ
এখন জনপদে
0

সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সর্বদলীয় ঐক্যপরিষদ।

আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বিজয়নগরের দুইটি ইউনিয়নকে এ আসনে যুক্ত করা হয়েছে। অবিলম্বে দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে পুনর্বহাল করতে হবে। অন্যথায় সড়ক, নৌ ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

এএইচ