কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, নিহত ২

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা
এখন জনপদে
0

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—একই গ্রুপের সারভান সরদার (৩৫), যিনি ঘটনাস্থলেই মারা যান, এবং বায়জীদ সরদার (৪৫), যাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয়। নিহতরা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গভীর রাতে দু’গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে সংঘর্ষে পাঁচজন আহত হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সেজু