পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ৭ দফা দাবি বাস্তবায়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিক্ষোভ
এখন জনপদে
0

'ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে জাতীয় বৃহত্তর স্বার্থে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পাবনা জেলা শাখার আয়োজন এই বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষে সংগঠনটি ৭ দফা দাবি উত্থাপন করেছে।

আরও পড়ুন:

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: সরকার নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ কেবল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করতে হবে।

উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশে করতে হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

সেজু