বন কর্মীরা জানান, একটি বাড়িতে অজগর সাপ পাওয়া গিয়েছে খবর পেয়ে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় উপস্থিত এলাকাবাসীর সামনে অজগরটি উদ্ধার করে বিকেল ৩ টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভেতর দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি সকাল ৮ টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরে নিয়ে আসি। পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।
আরও পড়ুন:
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার মণিপুরে একটি বসতবাড়ির ভুসির ভেতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাই। পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সাপটি লোকালয়ে কীভাবে আসলো জানতে চাইলে তিনি জানান, মূলত এ ধরনের অজগর সাপ বনেই থাকে তবে খাদ্য অভাবে আসলো কি-না বিষয়টি গবেষণা করে জেনে বলা যাবে। গাজীপুর সাফারি পার্ক থেকে কোনো অজগর সাপ হারিয়ে যায়নি বলেও জানান তিনি।