নেত্রকোণায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৪; ২২ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার

ণেত্রকোনায় স্পিডবোট ডুবি
এখন জনপদে
0

নেত্রকোণার খালিয়াজুড়ির ধনু নদীতে স্পিডবোট ডুবে তিন শিশুসহ চারজনের নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর ঐশা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার,১৩ সেপ্টেম্বর) দুপুরে খালিয়াজুরী ইটনা সংযোগস্থলের গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকার ধনু নদ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু সহ এক নারী। তাদের উদ্ধারে সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছে ময়মনসিংহ সার্ভিস স্টেশনের ডুবুরি দল। এর আগে গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পিডবোট উল্টে তিন শিশু সহ এক নারী নিখোঁজের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, নিখোঁজ সবাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নেত্রকোণার খালিয়াজুরি থেকে স্পিডবোটে করে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাওয়ার আগে ধনু নদে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে ডুবে যায় স্পিডবোট। কয়েকজন সাঁতারে পাড়ে উঠলেও পানিতে তলিয়ে যায় তিন শিশুসহ এক নারী।

আরও পড়ুন:

স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার ট্রলার ইচ্ছাকৃতভাবেই স্পিডবোটটিকে ডুবিয়ে থাকতে পারে। কারণ স্পিডবোটটিকে ডুবে যাওয়ার আগ মুহূর্তে মাছ ধরার নৌকা যাত্রীদের উদ্ধার না করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে সকাল থেকে উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত ঐশা আক্তার নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এখনো দুই শিশু ও এক নারীকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল। তবে নদীতে স্রোত থাকায় উদ্ধারে কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

এফএস