কুষ্টিয়ায় ব্যবসায়ীদের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

কুষ্টিয়ায় ব্যবসায়ীদের নির্বাচনে ভোটগ্রহণ
এখন জনপদে
0

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপরই শুরু হয়েছে ভোট গণনা।

এ নির্বাচনে প্রায় এক হাজার ৯০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবার মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে নির্বাচিত হবেন ১২ জন।

নির্বাচনকে ঘিরে শহরের বড়বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এসএস