দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের হেল্প ডেস্ক উদ্বোধন

রাজশাহী মহানগর ছাত্রদলের হেল্প ডেস্ক
ধর্ম ও বিশ্বাস
এখন জনপদে
0

শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার, ১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর আলুপট্টির মোড়ে হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিটি কলেজ শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমন।

হেল্প ডেস্ক সেবায় থাকছে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় পানি, খাবার স্যালাইন, জুস। এছাড়া দুর্গাপূজার দর্শনার্থীদের যে কোনো সমস্যায় নিরাপত্তায় থাকবে বাইক রেসকিউ টিম।

আরও পড়ুন:

হেল্প ডেস্ক উদ্বোধনের পর ছাত্রদল নেতারা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে হতে পারে, তার জন্য সার্বিক সহযোগিতায় এই হেল্প ডেস্ক করা হয়েছে।

সেজু