২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ-পরিবহন ও বিক্রি নিষিদ্ধ

চাঁদপুর
ইলিশ আহরণ-পরিবহন ও বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞা
এখন জনপদে
1

মা ইলিশ সংরক্ষণ ও অবৈধভাবে ইলিশ শিকার রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। সেই সুবাদে, মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) চাঁদপুরে পদ্মা-মেঘনা-যমুনা নদীর মোহনায় অভিযান শেষে এ তথ্য জানান কোস্ট গার্ডের স্টাফ অফিসার রাফায়েল মনোয়ার উৎসব।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম। এ সময় পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া ও আড়িয়াল খাঁ নদীতে ডিম ছাড়তে আসে মা ইলিশ। একটি ইলিশের ডিম থেকে জন্ম নেয় লক্ষাধিক পোনা। তাই ইলিশ নিধন রোধে নিষিদ্ধ মৌসুমে চলছে ব্যাপক অভিযান।’ 

সচেতনতা তৈরিতে জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং পুনর্বাসনের অংশ হিসেবে খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসএইচ