জামালপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুর
জামালপুরে মানববন্ধন
এখন জনপদে
1

জামালপুরে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৫ নভেম্বর) দুপুরে শহরের দড়িপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় জামালপুর-শেরপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, বিএনপি ও পরিবহন নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী সিদ্দিক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়েরের পর সম্প্রতি সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। অভিযুক্ত সিদ্দিকের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

এএইচ