কুমিল্লায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ২৯ ছাত্রলীগ নেতাকর্মী আটক

কুমিল্লা
আটক ছাত্রলীগ নেতাকর্মী
এখন জনপদে
0

কুমিল্লায় নাশকতা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ (রোববার, ১৬ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বেশকিছু হাতবোমা ও ককটেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, ‘দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। আটককৃতরা সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পরে স্থানীয়দের দেয়া তথ্য পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা ও ককটেলের জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।’

ইএ