মৌলভীবাজারে শহিদ বুদ্ধিজীবি দিবস নানা আয়োজনে পালিত হচ্ছে

মৌলভীবাজার
কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
এখন জনপদে
0

মৌলভীবাজারে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ।

পরে শাহ মোস্তফা রোডের বেরীরপারে গণকবরেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন:

পরে একে একে জেলা কারাগার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পৌরসভা, জেলা পরিষদ, সড়ক বিভাগ, বনবিভাগ, সরকারি স্কুলসহ অন্যান্য সংস্থাগুলো পুস্পস্তবক অর্পণ করে।

সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সেজু