কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

কুমিল্লা
কুমিল্লায় গায়েবানা জানাজা হচ্ছে
এখন জনপদে
0

কুমিল্লায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বাদ আসর নগরীর টাউনহল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ছাত্রজনতা, রাজনৈতিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

জানাজার পূর্বমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা হাদির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন:

জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা নগরীর পূবালী ও লিবার্টি চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তারা অভিযোগ করেন জানান, হত্যার সঙ্গে জড়িতরা দেশ ছেড়ে পালালেও দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতারা।

এফএস