ডেলটা হাসপাতালে আবারও প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ
ডেল্টা জেনারেল হাসপাতাল
অপরাধ
এখন জনপদে
0

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় দুই মাসের ব্যবধানে আবারও ডেলটা জেনারেল হাসপাতালে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিহতের নাম নিপা ঘোষ, বয়স ২১ বছর। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।

নিহতের স্বামী জানান, আজ (রোববার, ১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে গাইনি সার্জন ডা. সঞ্চিতা দস্তিদার তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেন।

অপারেশনে অ্যানেস্থেশিয়া দেন মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর শারীরিক জটিলতা দেখা দেয়। এসময় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলেও জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান সদর হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক।

ঘটনার পর থেকে দুই চিকিৎসক ডা. সঞ্চিতা দস্তিদার ও ডা. আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এছাড়াও ডেলটা জেনারেল হাসপাতালে গেলে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বরও ডেলটা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু ঘটে। সে ঘটনায় নবজাতকের বাবা লিখিত অভিযোগ করেছিলেন।

দুই মাসের ব্যবধানে একই হাসপাতালে আবারও প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালটির চিকিৎসাসেবার মান নিয়ে নতুনভাবে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে।

এএইচ