এর আগে গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ এলাকা সংলগ্ন পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব আগুন নিয়ন্ত্রণ ইউনিটের কর্মীরা। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
ঘটনায় ক্ষয়-ক্ষতির ব্যাপারে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে জানান মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সালাহউদ্দিন কাদের চৌধুরী।
এদিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।





