ক্লাস-পরীক্ষা বর্জন করে আজ (সোমবার, ১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতি থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ। পরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় দাবি বাস্তবায়নে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এদিকে, আগামীকাল বিকাল ৩টায় ৬ দফা দাবি নিয়ে কৃষি সচিবের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হবে বলে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, স্নাতক কৃষিবিদদের প্রতি সব বৈষম্য নিরসন করতে হবে। ১০ম গ্রেডের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে কৃষি গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ দিতে হবে। কৃষি গ্র্যাজুয়েট ছাড়া কেউ যেন নামের আগে কৃষিবিদ লিখতে না পারে সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
কোনোভাবেই কৃষি ডিপ্লোমাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না। এ ছাড়া বিএডিসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে কৃষি ডিপ্লোমাধারীদের পদোন্নতি বন্ধ এবং কোটা বাতিল করারও দাবি জানান শিক্ষার্থীরা।