ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব শুরু

টাঙ্গাইল
ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। আজ (শুক্রবার, ২৩ মে) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সেমিনার হলে শুরু হওয়া বিতর্ক উৎসবে ২৮ টি দল এ উৎসবে অংশগ্রহণ করে। এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভাসানী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বিজিই বিভাগের চেয়ারম্যান ও ভাসানী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবু জুবাইর।

এছাড়া ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ও ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিবেটিং সোসাইটির কো- মর্ডারেটর ড. জিয়াউর রহমান।

সভাপতিত্ব ও স্বাগত বক্তৃতা করেন ডিবেটিং সোসাইটির সভাপতি মোছা. রোকসানা রুকু। সঞ্চালনা করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না।

সেজু