এর আগে, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। ভোগান্তিতে পরে যাত্রীরা।
তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম।
আরও পড়ুন:
এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি মেনে নেয়ার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শিক্ষার্থীরা বলেন, ‘৯ হাজার ২০০ কোটি টাকার ডিপিপি কয়েক দফায় সংশোধন করে ৫১৯ কোটি টাকার ডিপিপি একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকলেও এখনো অনুমোদন হচ্ছে না।’
দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। তাই দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।