ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে ছাত্রশিবিরের মানববন্ধন

ছাত্রশিবিরের মানববন্ধন
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল–মুকাদ্দাসকে খুঁজে বের করার দাবিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। আজ (শনিবার, ৩০ আগস্ট) দুপুরে প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতাতেই ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়া ফেরার পথে দুই শিক্ষার্থী গুম হন। বক্তারা দ্রুত গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ, সংশ্লিষ্ট প্রশাসনিক ও ছাত্র সংগঠনের নেতাদের জিজ্ঞাসাবাদ এবং নিখোঁজদের ফিরিয়ে আনার দাবি জানান।

নিখোঁজ ওয়ালিউল্লাহর বড় ভাই খালিদ সাইফুল্লাহ বলেন, ‘প্রশাসনের সহযোগিতা ছাড়া এ ঘটনা সম্ভব ছিল না।’ শাখা শিবির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

এএইচ