দুপুরের পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও ঔষধ প্রশাসনকে নিয়ে নগরীর মাসকান্দা বিসিক শিল্প নগরী এবং সুগন্ধা আবাসিক এলাকায় অবৈধভাবে উৎপাদিত ভেজাল ওষুধ জব্দে প্রায় ২ ঘণ্টা অভিযান চালায়।
জানা যায়, অভিযান চলাকালে ‘হরমো’ নামের ৫০ হাজার পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়। ক্যাপসুলে ব্যবহার করা উপাদানগুলোর বৈধ কাগজ দেখাতে বললে তা দেখাতে পারেনি কোম্পানির লোকজন। অনেকদিন ধরেই অনুমোদন না থাকলেও নিয়ম বহির্ভূতভাবে এ ওষুধ উৎপাদন করে আসছিল কোম্পানিটি।
এছাড়া মানবদেহের জন্য ওষুধটি ক্ষতিকারক কিনা তা ল্যাব টেস্টের জন্য ময়মনসিংহের ড্রাগ সুপার জাহিন শাকিল ভূঁইয়া ঔষধগুলো নিয়ে যায়।
ল্যাব টেস্টে মানবদেহের ক্ষতি করে এমন উপাদান পাওয়া গেলে কোর্টের বিচারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। এদিকে হরমো ওষুধ তৈরিতে নিয়ম মানা হয়নি বলেও স্বীকার করে কোম্পানি কর্তৃপক্ষ।