আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ (মঙ্গলবার, ৩ জুন) সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আসন্ন কোরবানির ঈদে ঢাকামুখী পশুবহনে চাঁদাবাজি রুখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে।’
এ ছাড়া কোরবানির পশুর হাটে দালাল, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ যেকোনো অপরাধ রোধ করতে টহল বাড়ানো হয়েছে।
তিনি আরো জানান, চামড়া ব্যবসাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট তৎপর রয়েছে। তাদের ব্যাপারেও সতর্ক রয়েছে র্যাব। জাল টাকা শনাক্তে কন্ট্রোলরুমে মেশিনসহ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।