ভুয়া মেজর সেজে প্রতারণার চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক

আটক ভুয়া মেজর
অপরাধ
0

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় মেজর পরিচয়ে প্রবেশ করে প্রতারণার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। পরে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। সত্যতা না পেয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ (রোববার, ১৫ জুন) দুপুরে ব্যাংকের করপোরেট শাখা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, মোহাম্মদ আবু কায়সার নামে এই ব্যক্তি ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তার কক্ষে প্রবেশ করে তার কাছে ভিজিটিং কার্ড চান। এসময় কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর হিসেবে পরিচয় দেন।

ঘটনাক্রমে তখন ঐ কক্ষে অবস্থান করছিলেন একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। তার প্রশ্নের মুখে পড়েই আবু কায়সারের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। সন্দেহ আরো প্রবল হলে সেনাবাহিনীর একটি দলকে খবর দেওয়া হয়।

পরে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ একটি দল এসে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু কায়সারকে আটক করে নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএইচ