বাস মালিকদের কাছে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

গ্রেপ্তার হওয়া সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম
এখন জনপদে
অপরাধ
0

ঢাকা-শরীয়তপুর সড়কে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির কাছে ৫ কোটি টাকা দাবি করায় যাত্রাবাড়ী থানার সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমসহ ২৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাতে ওই মামলাটি দায়ের করেন শরীয়তপুর সুপার সার্ভিস কোম্পানির বাস মালিক ওয়ালি উল্লাহ খান। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।

এরপর থেকেই শরীয়তপুর ঢাকা রুটে যাত্রাবাড়ী পর্যন্ত যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। এখন আর যাত্রাবাড়ী এলাকায় পরিবহনগুলোকে কোনো চাঁদা দিতে হচ্ছে না বলে জানিয়েছে পরিবহন মালিকরা। মুশফিকুর রহমানকে যুবদল সকল ধরনের সদস্য পদ হতে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ওরফে ফাহিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহন কোম্পানির বাস মালিকরা। গত বুধবার থেকে ওই কোম্পানির কোনো বাস ঢাকা যাত্রাবাড়ী এলাকায় যেতে দিচ্ছিল না মুশফিকুর ও তার লোকজন।

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং প্রতিবাদে শনিবার বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। তাতে ৪০ মিনিট পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ঢাকা-শরীয়তপুর সড়কে চলাচলকারী পরিবহন মালিকরা জানান, শনিবার বিকালে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাত্রাবাড়ী গিয়ে মুশফিকুর রহমানের লোকজনদের তাড়িয়ে দেয়। এরপর শরীয়তপুরের বাসগুলো যাত্রাবাড়ীতে যাতায়াত শুরু করে।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘বাসের মালিকদের কাছে দাবির ঘটনায় মুশফিকুর রহমান ও তার ২৫ জন সহযোগীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তি একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ আছে।’

এএইচ