ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া
ভারতীয় চোরাচালানি পণ্যসহ বিজিবির সদস্যরা
এখন জনপদে
অপরাধ
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ (রোববার, ২০ জুলাই) ভোরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, প্রসাধনী সামগ্রী, বিভিন্ন প্রকার ট্যাবলেট ও সিরাপ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা বিজয়নগরের ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ২৫ হাজার ৫৩৬ পিস ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, ৬৩৮ পিস উন্নতমানের প্রসাধনী সামগ্রী, ৬১৬ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ৫৭৩ পিস সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকা। জব্দকৃত পণ্যগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদান প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এএইচ