আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হাজাছড়ি এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা তাকে আটক করে।
অভিযানে একটি গোপন আস্তানার সন্ধান পেলে সেনা টহল দল সেখানে ঘেরাও করে তল্লাশি শুরু করে। এসময় জেএসএস (মূল) দলের সশস্ত্র চাঁদাবাজ অন্তর চাকমা সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। সেনা সদস্যরা দ্রুত প্রতিক্রিয়ায় নিজেকে রক্ষা করে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা অন্তর চাকমার কনুই ছুঁয়ে গিয়ে হালকা আঘাত করে।
সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ধাওয়া করে তাকে একটি দেশিয় পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রসহ আটক করে। এসময় তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ অন্তর চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাঙামাটি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতো। আজকের অভিযানে সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অপরাধে গ্রেপ্তারকৃত অন্তর চাকমার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।