নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে ডাকাতি

নারায়ণগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

যাত্রীদের অভিযোগ, জিএস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে বুধবার রাতে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌছায়। এ সময় চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ি না রেখে কিছুটা দুরে মাহমুদপুর এলাকায় আঞ্চলিক পাসপোর্টের কাছে থামান।

সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠেন। এ সময় মাদক পরিবহনের অভিযোগ করে বাসের যাত্রীদের তল্লাশির কথা বলে ছিনতাইকারীরা। তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন।

আরও পড়ুন:

এরইমধ্যে ডিবি পরিচয় দেয়া যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীর যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের স্বর্ণালংকার ও নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরপর ছিনতাইকারী দল জালকুড়ি এলাকায় নেমে গেলে গাড়ি ছেড়ে দেয়। তারা যাওয়ার পর যাত্রীরা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।

যাত্রীরা আরও জানান, বাস চালক ও হেল্পারের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ বৃহস্পতিবার ভোরে একদল ছিনতাইকারী বাসযাত্রীদের কাছ থেকে সোনা অলঙ্কার নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগে এক যাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বাস চালক আরিফুল ইসলাম (৫০) দুই হেল্পার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনাটি তদন্ত করে যদি চালক হেল্পারের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। এছাড়াও ঘটনার সাথে জড়িতদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএ