ফরিদপুরে ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ যুবক গ্রেপ্তার

ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ যুবক গ্রেপ্তার
এখন জনপদে
অপরাধ
0

ফরিদপুরের বোয়ালমারীতে ককটেল, বোমা তৈরির সরঞ্জামাদি ও মাদকসহ শামীম বিন ইসমাইল (২৪) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে দুইটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী মমিন মার্কেট এলাকার শামীমের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার বাড়ি থেকে একাধিক ককটেল বোমা, বিস্ফোরক উপাদান ও মাদক উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বোয়ালমারী উপজেলার সোতাশী মমিন মােের্কট এলাকার বাসিন্দা শামীম নিজের বসতঘরে তৈরি ককটেল বোমা প্রস্তুত করছে এবং সেগুলো নিজের ঘরে মজুদ রেখেছে। ওই তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

অভিযানে শামীমকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে তিনটি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক গুঁড়া, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শামীম

একই সঙ্গে স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলেও অভিযান সূত্রে জানা গেছে।

সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেইন বলেন, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত আইনে পৃথক দুই মামলা হয়েছে। আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

সেজু