গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইদিনে সকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
অভিযান চলাকালীন সেই এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।





