এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় এসএমসি তাদের বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রিহাইড্রেশন এবং খাদ্য ও পানীয় পণ্য।
দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণির মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে এসকল পণ্যসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে এসএমসি দেশব্যাপী ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনধারা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান বলেন, ‘পরিবার পরিকল্পনা, পুষ্টি, মা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমসি জনসাধারণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, যা সামাজিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।’
তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র বহুমুখী পণ্যসম্ভার ও কার্যক্রমসমূহ উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এসএমসি তার জনস্বাস্থ্য পণ্য ও সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, ‘এসএমসি ইএল সকল ক্যাটাগরিতে মানসম্মত পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’





