এবারের গানটি গেয়েছে বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভ। সুর ও সঙ্গীত করেছেন বরাবরের মতো টালিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল।
গানটি নিয়ে ডাব্বু বলেন, ‘ইশতিয়াক আহমেদের এ লিরিকটা অনবদ্য হয়েছে যা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করবার। এবং শুভ দারুণ গায়কীতে সেটা দাগ কাটার মতো একটা গান হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে।’
গানটি ২৩ তারিখ টি সিরিজ বাংলা চ্যানেলে অবমুক্ত হয়েছে। গানটি ভিডিও নির্মাণ করেছে, আদিত্য পাল।