আরশ সুনেরাহকে নিয়ে ইশতিয়াকের ‘আরেক জন্মে’

আরশ খান, সুনেরাহ বিনতে কামাল
সংস্কৃতি ও বিনোদন
1

শুভ নীলা প্রেমটা অনেক বছরের। কিন্তু শুভর নীলার প্রতি একটা খাপছাড়া কেয়ারিং ছিলো সবসময়। নীলা ডাকলে শুভকে পেতো না। পেলেও খুব দেরি। কেনো যেন একটা টিউন হচ্ছিলো না।

একদিন নীলার মামা শুভকে ডেকে কিছু কথা বলে যা শুনে শুভর মাথায় আকাশ ভেঙে পড়ে।

সে পাল্টে যায় এবং নীলার প্রতি অদ্ভুত ঘোর তৈরি হয়। সে নীলার প্রতি আরও তুমুলভাবে কেয়ারিং শুরু করে।

এভাবে চলে অনেকদিন। তারপর তার মামা আবার শুভকে ডাকে। সেদিনও কিছু কথা বলে যা শুনে শুভ যেন প্রাণ ফিরে পায়।

আরও পড়ুন:

এমনই এক গল্পে নির্মিত হয়েছে ‘আরেক জন্ম’ নাটকটি।

লুৎফর হাসানের প্রযোজনায় নাটকটি রিলিজ হয়েছে গতকাল বিকেল ৩টায় গানচিল ড্রামা এন সিনেমা চ্যানেলে।

নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন, ইশতিয়াক আহমেদ। এতে অভিনয় করেছেন আরশ খান, সুনেরাহ, নাদের চৌধুরীসহ অনেকে।

এসএস