শেষ পর্বের পর স্কুইড গেম টিমের ভক্তদের জন্য চমক

স্কুইড গেম সিরিজ
ওটিটি
সংস্কৃতি ও বিনোদন
0

স্কুইড গেম ভক্তরা এখন ব্যস্ত এর তৃতীয় ও সবশেষ পর্ব নিয়ে। মাত্র ৬ পর্বের সবশেষ সিরিজটি এখন আলোচনার তুঙ্গে। এমন সময়ে স্কুইড গেম টিম, ভক্তদের জন্য আয়োজন করেছে মনোমুগ্ধকর এক প্যারেড।

সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো স্কুইড গেমের তৃতীয় ও সবশেষ পর্ব। আর এ উপলক্ষে স্কুইড গেম ভক্তদের জন্য দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সড়কে আয়োজন করা হয়েছে স্কুইড গেম প্যারেড।

প্যারেডে সিরিজের প্রতিটি পর্বে দেখানো গেমের প্রতীকগুলো স্থান পায়। সিরিজে পিঙ্ক গার্ড খ্যাত গোলাপী পোশাক ও কালো মাস্ক পরিহিতরা খেলোয়াড়দের হত্যা করার ভূমিকায় থাকলেও, প্যারেডে তারা ছিল বাদকের ভূমিকায়। ছিল হানিকম্ব ডালগোনা ক্যান্ডির প্রতীকী।

এরপরই প্যারেডে দেখা মেলে স্কুইড গেমের কিলার ডল খ্যাত ইয়ং-হি'র। বিশালাকৃতির রোবোটিক এই পুতুলটি প্রথম পর্বের প্রথম গেম রেড লাইট গ্রিন লাইটে দেখা যায়। তখন থেকেই স্কুইড গেমের আলোচিত ও জনপ্রিয় মুখ ইয়ং হি। এছাড়াও ছিল দ্বিতীয় পর্বে দেখানো জনপ্রিয় গেম 'রাউন্ড এন্ড রাউন্ড' এবং তৃতীয় পর্বের 'ট্যাগ অফ ওয়ার' গেমের প্রতীক ইয়ং-হি এবং চুল-সু।

প্যারেডে শুধু প্রতীকই স্থান পায়নি, অংশ নিয়েছিলেন স্কুইড গেম অভিনেতা ৪৫৬ নাম্বার খেলোয়াড় লি জং জে, ফ্রন্টম্যান লি বিউং হুন, পরিচালক হোয়াং দং হিউকসহ তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা কলাকুশলীরা। এসময় তৃতীয় পর্বে কাজের অভিজ্ঞতা ও অনুভূতি জানান তারা।

স্কুইড গেমের হোয়াং দং হিউক পরিচালক বলেন, ‘এই সিরিজটিতে আমি অনেক সময় দিয়েছি। খারাপ লাগছে এটা ভেবে যে, সিরিজটি শেষ হতে চলেছে। তবুও শেষ করতে পেরে স্বস্তি বোধ করছি।’

স্কুইড গেমের অভিনেতা লি জং জে বলেন, ‘এই সিরিজে কাজর মাধ্যমে এর ডিরেক্টর, বিউং হুন এবং অন্যান্যদের সাথে খুব ভালো সময় কেটেছে। অনেক স্মৃতি জমা হয়েছে আমাদের। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভক্তদের ভালোবাসা। যারা তৃতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করেছে এবং স্কুইড গেমকে ভালোবেসেছে।’

জীবনযুদ্ধে হতাশাগ্রস্ত, নানা সমস্যা ও ঋণে জর্জরিত কিছু মানুষের গল্প নিয়ে নির্মিত স্কুইড গেম। ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। হোয়াং দং হিউকের রচনা ও পরিচালনায় নির্মিত এই সিরিজটি মুক্তির পরপরই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়।

শুধু জনপ্রিয়তা নয়, ২০২১ সালের ১২ অক্টোবর এক টুইট বার্তায় নেটফ্লিক্স জানায়, সব রেকর্ড তছনছ করে নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো স্কুইড গেম।

সেজু