এনবিআর কর্মকর্তাদের দাবি মেনে নিলো সরকার, সংশোধনের আগে কার্যকর হবে না অধ্যাদেশ

জাতীয় রাজস্ব বোর্ড ভবন
দেশে এখন
অর্থনীতি
0

আন্দোলনরত এনবিআর কর্মীদের দাবি মেনে নিয়েছে সরকার। ভাগ হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশের সংশোধন করা হবে। আজ (রোববার, ২৫ মে) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।

এর আগে গত ১২ মে এনবিআর ভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে টানা কয়েকদিন ধরে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি চলছে।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল আন্দোলনরতরা।

এনবিআর কর্মকর্তাদের ব্রিফিং | ছবি: সংগৃহীত

তারা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ পুর্নর্বিবেচনার পাশাপাশি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার করার দাবি জানান।

টানা কয়েকদিনের কর্মবিরতির কারণে প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম মোটামুটি স্থবির হয়ে পড়ে। কয়েক দফায় বৈঠক হলেও আন্দোলনকারীরা অনড় ছিলেন দাবি আদায়ে।

এএইচ