সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ব্যস্ত শ্রমিকরা, অসন্তুষ্ট কর্তৃপক্ষ

সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারি
অর্থনীতি
0

কোরবানির ঈদের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত সময় পার করছেন সাভার বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করলেও কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে সন্তুষ্ট নন ট্যানারি কর্তৃপক্ষ।

তারা দাবি করেন, এ বছর কাঁচা চামড়া সংগ্রহের সংখ্যা কম। তবে রাজধানীর বাইরের চামড়া প্রবেশ শুরু করলে লক্ষ্যমাত্রার কাছাকাছি যাবার প্রত্যাশা তাদের।

তবে এ বছর লবণের দাম কম হওয়াতে কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সংকট নেই। তবে গরম নিয়ে চিন্তিত তারা।  সময়মত চামড়া সংরক্ষণ করা না গেলে এবারো চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বছর প্রথম দিনের লক্ষ্যমাত্রার ৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করার লক্ষ্যমাত্রা পূরণ হলেও সার্বিক লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা ট্যানার্স অ্যাসোসিয়েশনের।

তারা বলছে, কোরবানি কম হওয়াতে এবার গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম সংগ্রহ হবে। এদিকে ঢাকার বাহিরের কাঁচা চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন।

এসএইচ