দেশে মোস্ট সাসটেইনেবল কোম্পানির স্বীকৃতি পেল ইউনিলিভার

ইউনিলিভারের পুরস্কার গ্রহণ
দেশে এখন
অর্থনীতি
0

বাংলাদেশে ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি টেকসই উন্নয়ন লক্ষ্যে ভূমিকার জন্য পেয়েছে আরও ছয়টি পুরস্কার।

প্রতিষ্ঠানটি জাতিসংঘ ঘোষিত ১৭টি এসডিজি লক্ষ্যের মধ্যে ১৩টিতে কৌশলগত অবদান রেখে আসছে। ২০২০ সাল থেকে প্রায় ১২ কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে তারা।

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫-এ ইউনিলিভার বাংলাদেশ আরও ছয়টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

টেকসই উন্নয়নের যাত্রায় এই স্বীকৃতি প্রতিষ্ঠানটিকে আরও অঙ্গীকারবদ্ধ রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএইচ