বাজার তদারকিতে ঘাটতি; ভোক্তা ও ব্যবসায়ী উভয়েই ক্ষতিগ্রস্ত

ডিসিসিআই সংলাপে বক্তারা

ডিসিসিআইর সংলাপ
অর্থনীতি
0

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট, মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি ও অপর্যাপ্ত তদারকির কারণে ভোক্তার পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন— এমন অভিমত দিয়েছেন অংশগ্রহণকারী আলোচকরা। গতকাল (শনিবার, ১৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থ সুরক্ষা’ বিষয়ক সংলাপে এই অভিমত উঠে আসে।

ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব ও প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. আখতারুজ্জামান তালুকদার।

সভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, ‘কারসাজি, নিয়মের জটিলতা ও হয়রানির কারণে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। বাজার তদারকির একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি।’

জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, জনবল সংকটের কারণে ৬৪ জেলার মধ্যে ১৯টিতে অধিদপ্তরের কোনো অফিস নেই, ফলে কার্যকর মনিটরিং সম্ভব হচ্ছে না। এছাড়া মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কারণেও মূল্যবৃদ্ধি ঘটছে।

প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘স্বল্প সংখ্যক অসাধু ব্যবসায়ী পুরো বেসরকারি খাতের সুনাম ক্ষুণ্ন করছে। সৎ ব্যবসায়ীদের এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

অন্যদিকে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য বলেন, ‘নিয়মিত অভিযান চললেও বাজার তদারকিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করলে আরও কার্যকর ফল মিলবে।’

প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. আখতারুজ্জামান বলেন, ‘সুস্থ প্রতিযোগিতার অভাব বাজারে অস্থিরতা তৈরি করছে। তথ্যভিত্তিক গবেষণা ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা জরুরি।’

সংলাপে উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, ‘চিনিকল ও তেল পরিশোধনাগার কমে যাওয়ায় আমদানিকারকদের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যা মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।’ পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতিমুনাফা বন্ধে খুচরা মুনাফার সীমা নির্ধারণের দাবিও জানান তারা।

ডিম, আলু ও অন্যান্য কৃষিপণ্যে কেন্দ্রীয় সংরক্ষণাগার স্থাপন, পণ্য পরিবহনে চাঁদাবাজি রোধ, ইজারা ব্যবস্থায় জবাবদিহিতা, এবং ঋণপত্র খুলতে ডলারের সংকটজনিত জটিলতা নিরসনের পরামর্শও উঠে আসে আলোচনায়।

ডিসিসিআইর সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালকবৃন্দ, বিভিন্ন পণ্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সরকারি সংস্থার প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ‘সমন্বিত তদারকি ব্যবস্থা, ডিজিটাল নজরদারি এবং নীতিমালার সংস্কার ছাড়া বাজারে স্বস্তি ফিরবে না। এর মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের স্বার্থ রক্ষা করা সম্ভব।’

এনএইচ