১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

এলপিজি সিলিন্ডার
অর্থনীতি
0

ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমানো হয়েছে। এখন থেকে প্রতি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৭৩ টাকা। একইসঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা (ভ্যাটসহ)।

আজ (রোববার, ৩ আগস্ট) এ নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে, গত ২ জুলাই ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজারদর ও মুদ্রাবিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করে বিইআরসি।

এনএইচ