এক বছরে ৬ বিলিয়ন ডলার দেনা শোধ করেছে অন্তর্বর্তী সরকার: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রাম
শেখ বশিরউদ্দীন
এখন জনপদে
অর্থনীতি
0

অন্তর্বর্তী সরকার মাত্র এক বছরেই বিগত সরকারের রেখে যাওয়া ৬ বিলিয়ন ডলার দেনা শোধ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ আয়োজিত ফিউচার অব বিজনেস: ইনোভেশন টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি নামক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ব্যবসার গণতন্ত্র ধ্বংস হয়েছে। এস আলমের মতো প্রতিষ্ঠান সুযোগ পেয়েছে। তারা আমদনিকৃত পণ্য ক্রয় মূল্যের চেয়ে কমে বিক্রি করেছে। এটি দেখে শেখ হাসিনা খুশি হয়েছেন, কিন্তু এস আলম এটি করতে গিয়ে ব্যাংকের টাকা শোধ করেননি। এভাবে অর্থনীতি ধ্বংস হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘বিশ্ব কখনো যুদ্ধ ছাড়া ছিল না। তাই যুদ্ধকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে এর অন্য কি অপরচুনিটি আছে তা দেখতে হবে। আমাদের বেশিরভাগ শিল্পই আমদানি নির্ভর।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকার দেশের পর্যটন খাতের উন্নয়নে ভারতীয় এক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল। আমরা সেটি থেকে সরে এসেছি। আমরা নিজেরাই নিজেদের পর্যটনের প্রচার প্রসার ঘটাতে চাই।’

এএইচ