সিজেডএমের কার্যক্রম পরিদর্শনে আসবে আফ্রিকার প্রতিনিধি দল

সিজেডএমের কার্যক্রম পরিদর্শনে আফ্রিকার প্রতিনিধিদল
অর্থনীতি
0

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) ফলপ্রসূ যাকাত ও সাদাকাহভিত্তিক উন্নয়ন কার্যক্রমের সাফল্য সম্পর্কে অবগত হয়ে তা সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশে আফ্রিকার চারটি দেশ (নাইজেরিয়া, ক্যামেরুন, সেনেগাল ও গাম্বিয়া) থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে।

আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তাতে এ তথ্য জানায় সিজেডএম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে তারা সিজেডএম’র সামগ্রিক কার্যক্রম ও বিভিন্ন সামাজিক সংস্থা পরিদর্শন করবেন। প্রতিনিধি দল সিজেডএম পরিচালিত গ্রানাডা ইসলামিক একাডেমি, সিজেডএম কিডনি ডায়ালাইসিস সেন্টার, গ্রানাডা একাডেমি, জীবিকা প্রকল্প, আরএসএফ গ্রানাডা একাডেমি এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ব্র্যাক সেন্টার, ইউনূস সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।

আরও পড়ুন:

সিজেডএম সমগ্র দেশব্যাপী সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে জাকাত ও সাদাকাহ তহবিলের কার্যকর ব্যবহার, সংগ্রহ ও ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বিগত প্রায় সতের বছর ধরে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এছাড়া বলা হয়, সিজেডএম এ পর্যন্ত ১৭ লাখের বেশি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।

এসএইচ