সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে: গভর্নর

ড. আহসান এইচ মনসুর
অর্থনীতি
2

ইসলামী ধারার পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (শনিবার, ২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসূর বলেন, ‘অতীতে রাজনৈতিক প্রভাবেই সঙ্কটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:

আর এজন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা চান তিনি।

খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কা করেছেন গভর্নর। তিনি বলেন, ‘ব্যাংক খাতের সঙ্কট কাটতে আরও ১০ বছর সময় লাগবে।’

এসএস