মানদণ্ডে পিছিয়ে ঢাকা বাণিজ্য মেলা; আন্তর্জাতিক শর্ত মানার পরামর্শ অর্থনীতিবিদদের

বাণিজ্য মেলার মূল ফটক
অর্থনীতি
0

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল (শনিবার, ৩ জানুয়ারি)। শেষ হয়েছে অধিকাংশ স্টল বরাদ্দের কাজ। তবে এ মেলা কতটা আন্তর্জাতিক সেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন, বেরিয়ে আসতে হবে গতানুগতিক মেলার আয়োজন থেকে। সুফল পেতে আন্তর্জাতিক শর্ত মেনে মেলার আয়োজনের পরামর্শও তাদের।

টুংটাং শব্দ আর আগুনের এ স্ফুলিঙ্গই বলে দিচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য প্রস্তুত হচ্ছে স্টল। বরাবরের মতো এবারের মেলাও হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

শেষ সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন কারিগররা। ব্যবসায়ীদের আশা, স্টল প্রস্তুত হলে প্রথম দিন থেকেই পুরোদমে বেচাকেনা শুরু হবে।

কারিগরদের মধ্যে একজন বলেন, ‘আমাদের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। উদ্বোধনের আগেই আমরা কাজ শেষ করে চলে যাবো।’

অন্য এক কারিগর বলেন, ‘ডেকোরেশনের কাজ প্রায় শেষ। এখন আমরা শুধু পণ্য ডিসপ্লে করবো।’

ইপিবির তথ্য বলছে, এ বছর ছোট-বড় মিলিয়ে থাকছে সাড়ে তিনশোরও বেশি স্টল ও প্যাভিলিয়ন। এসব স্টলে থাকবে, ইলেকট্রনিক সামগ্রী, কারাগারে প্রস্তুতকৃত বিভিন্ন পণ্য, থ্রিপিসসহ নানা পোশাক, কসমেটিকস, গৃহস্থালি পণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল।

আরও পড়ুন:

তবে এ মেলা ঘিরে যেন বিতর্কের শেষ নেই। নামে আন্তর্জাতিক হলেও এ মেলা সয়লাব থাকে নিম্নমানের পণ্যে। যেসব পণ্য গুলিস্তানের ফুটপাত বা রাজধানীর চকবাজারে সহজেই মেলে, সেসব পণ্যের অধিকাংশেই পাওয়া যায় এখানে। যা বিক্রিতে থাকে নানা অফারের ফাঁদও।

অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে হলে পণ্যের গুণগত মান হতে হবে আন্তর্জাতিক মানের। মানতে হবে বেশকিছু শর্তও।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, ‘পুরো কৌশলটাকে ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য হলে, বাণিজ্যের বায়ার কারা, তারা কি বাংলাদেশে আসবে না কি তাদের কাছে আমাদের যেতে হবে? এটা ভেবে থাকা দরকার। দ্বিতীয়ত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আছে এমন পণ্য যেগুলো সে পণ্যগুলোই নিয়ে যেতে হবে, শতশত বাহারি পণ্য এখানে নিয়ে গিয়ে লাভ নেই। তৃতীয়ত বিটুবি এর ওপর মূল ফোকাস করতে হবে।’

বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের গুণগত মান ধরে রেখে নিশ্চিত করা হয় বিদেশি ক্রেতা-বিক্রেতা অংশগ্রহণ। যার মাধ্যমে পাওয়া যায় নতুন নতুন পণ্যের ক্রয়াদেশ। অন্যদিকে দেশিয় আমদানিকারকরা আমদানির পণ্য খুঁজতে বিদেশ না গিয়ে মেলার মাধ্যমে সেই সুযোগ লুফে নেন।

এসএস