ঋণের চতুর্থ কিস্তি জুনে ছাড়তে সম্মত আইএমএফ

আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের লোগো
ব্যাংকপাড়া
অর্থনীতি
0

৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তি ১ দশমিক ৩ বিলিয়ন ডলার জুন মাসে ছাড় করতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সব শর্ত মানা হবে কি না, এ বিষয়ে জানায়নি বাংলাদেশ ব্যাংক।

বিনিময় হারে আরো নমনীয়তা আনা ও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণসহ বেশকিছু বিষয়ে দীর্ঘদিন ধরে মতপার্থক্য ছিল সংস্থাটি দু’টির মধ্যে। তবে এগুলোর মধ্যে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে আগামীকাল (বুধবার) জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বুধবার। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে। গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হবেন বলে জানা গেছে।

এনএইচ