এর আগে গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। আর গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বা ওই তিন মাসে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বাড়ে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাক জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে-বেনামে যে অর্থ বের করে নেয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে।
৩১ মার্চ শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকার বেশি। এসময় শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকার বেশি।