একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি

মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা
ব্যাংকপাড়া
অর্থনীতি
0

আমানতের টাকা দ্রুত ফেরতসহ চার দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয় এ কর্মসূচি।

আমানতকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক একাধিকবার অর্থ ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

আরও পড়ুন:

তারা জানান, আমানত সুরক্ষা আইনের আওতায় প্রত্যেক আমানতকারীর দুই লাখ টাকা দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি সম্পূর্ণ আমানত ফেরতের একটি সুস্পষ্ট লিখিত রোডম্যাপ প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের দাবি জানান তারা।

এ সময় দাবি দ্রুত পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

এফএস