দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উত্তোলন প্রায় ১০৮ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
ব্যাংকপাড়া
অর্থনীতি
1

অর্থ উত্তোলনের প্রথম দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১৩ হাজার ৩১৪ গ্রাহক উত্তোলন করেছেন ১০৭ কোটি ৭৭ লাখ টাকা। সবচেয়ে বেশি ছয় হাজার ৬২৫ গ্রাহক এক্সিম ব্যাংক থেকে উত্তোলন করেছেন ৬৬ কোটি টাকা।

আজ (সোমবার, ৫ জানুয়ারি) বিকেলে সম্মিলিত ইসলামী ব্যাংকের সবশেষ কার্যক্রম জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অর্থ উত্তোলনের পাশাপাশি আমানতকারীরা এ ব্যাংকে জমা রেখেছেন ৪৪ কোটি টাকা। দুই বছরের মধ্যে ব্যাংকটিকে লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যেতে যা যা করা দরকার সবকিছুই করছে বাংলাদেশ ব্যাংক।’

এ সপ্তাহের মধ্যে পাচার করা অর্থ উদ্ধার এবং এর সঙ্গে যুক্তদের আইনের আওতায় আনতে ফরেনসিক অডিট শুরু করা হচ্ছে বলেও জানান গভর্নর।

এসএস