জ্বালানি নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ

জ্বালানি তেল-গ্যাস ও বাজেট ২০২৫-২৬
বাজেট
অর্থনীতি
0

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজ (সোমবার, ২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান।

এ লক্ষ্যে ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ পর্যন্ত সময়ে বাপেক্স ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ কিলোমিটার টু-ডি সাইসমিক জরিপ এবং ৭০০ বর্গ কিলোমিটার থ্রি-ডি সাইসমিক জরিপ কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এ সময় উপদেষ্টা আরো বলেন, ‘মধ্য মেয়াদে বাপেক্সের নিজস্ব রিগ দিয়ে ৬৯টি কূপ খনন এবং ৩১টি কূপের ওয়ার্কওভার সম্পন্নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে ব্যয় সাশ্রয়ী ও টেকসই অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ নেয়া হচ্ছে।’

এদিকে তেলের চাহিদা মেটাতে প্রতি বছর ৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল শোধন ক্ষমতাসম্পন্ন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, ইউনিট-২ স্থাপনের প্রকল্প গ্রহণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে পুঞ্জীভূত বকেয়া প্রায় ৫৭০ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। জ্বালানি পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে জ্বালানি তেল পরিবাহী ২ হাজার ৪৬৫টি ট্যাংকলরিতে এসএফডিএমএস প্রযুক্তির ভিহাইকেল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস স্থাপন করা হয়েছে।’ এতে জ্বালানি পরিবহনকালীন চুরি বা ভেজাল মিশ্রণের প্রবণতা হ্রাস পাবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।

বাজেট পেশ করার আগে সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বাজেট অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈঠকটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়েছে। বৈঠকে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। সেই সঙ্গে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও অর্থবিল অনুমোদন করা হয়।

এএইচ