ভারতীয় নিষেধাজ্ঞায় বিপাকে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়া স্থলবন্দর
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত হবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। প্রতিদিন অন্তত ৩০ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের জুস, তুলা, প্লাস্টিক, পিভিসিসামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানি করতে পারবেন না ভারতীয় ব্যবসায়ীরা।

আরো পড়ুন:

তবে এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্যই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়, যা বন্দরের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন:

প্রতিদিন অন্তত ৩০ লাখ টাকার প্রক্রিয়াজাত খাবার, পিভিসিসামগ্রী, প্লাস্টিক সামগ্রী, তুলা এবং ফলের জুস রপ্তানি হয় বন্দর দিয়ে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, গণমাধ্যমে কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার খবর জেনেছেন। তবে এ বিষয়ে দাপ্তরিক কোনো চিঠি পাননি বলে জানান তিনি।

সেজু